Shongkochur Emam

এবাউট মি

 38,120 total views,  3 views today

আমি শঙ্খচূড় ইমাম। এই নামে কবিতা লেখি। আনুষ্ঠানিক নাম মো. ইমাম হোসেন। তাকে অনুসরণ করি যিনি আমাকে সমৃদ্ধিতে সহযোগিতা করেন। কাজ থেকে কি পাবো তার চিন্তা না করে কাজকে আরও সুসংগঠিত করে উপসংহারে নিয়ে আসায় আনন্দ পাই। আমি প্রতিযোগিতায় বিশ্বাসী না, প্রতিরোধ ভালোবাসি।

জন্ম দুই জানুয়ারি। মা রাজিয়া বেগম, বাবা আবুল হাসেম। গ্রাম চরগরবদী, উপজেলা দুমকি, জেলা পটুয়াখালী, বিভাগ বরিশাল, রাজধানী ঢাকা, দেশ বাংলাদেশ। পেশা সাংবাদিকতা। অনলাইন যোগাযোগ e.mittika@yahoo.com