5,454 total views, 4 views today
উৎস ছিলো কোথায় আমার জানতে চায়নি কেউ
এই কথাতেই পার পাই না হৃদয় ভরা ঢেউ
ধানের বেণী ভাঙছি যখন কালো দুটি হাতে
চঁদ উঠেছে অই আকাশে ছন্দ ছিলো তাতে
পায়রা আমি বাকুম বাকুম আগুন মুখার মানুষ
সাধের আঁড়ি এঁকেছিলাম এখন সবই ফানুস?
এমন দারুণ বরাত কথা নাওয়ের মতোন ভাসে
তাই দেখে তো আল্লা আমার খিল খিলিয়ে হাসে
স্বপ্নটা এক স্বদেশ সমান কি দেবো তার বর্ণনা
ধরতে হবে সহাস্য সেই কিছুই আমি মানবো না
পথ ধরেছি পথ পেয়েছি পবিত্রতার বিশ্বাসে
গভীরতায় হাত চেয়েছি মাত্রাহীন নিঃশ্বাসে
মাথার উপর নীল আকাশে কান্না কান্না তারায়
সংজ্ঞা ছুঁড়ে বলেছিলাম এই কাঁটাটা নাড়ায়
মাটির গায়ে মৃত্যু রেখে বিকট বিকট শব্দে
ডাক পেরেছি রক্ত লালের ব্যর্থ হাসি জব্দে
ইচ্ছে ডানার উড়াল রেকর্ড উজ্জ্বলতার আগুনে
সাজলো ঘিরে এই বাগানে দুর্বিষহ ফাগুনে
নাচে নাচে জীবন নাচে কি সুন্দর মুদ্রায়
রাত্রি নামে দুয়ার দিকে বিভীষিকা নিদ্রায়
একলা একলা আচমকা এক ট্রেন ট্রেন হর্ণ
বুকে লাগে বুকে লাগে জানে কোন জন?
বিষয়: কবিতা, লেখক: শঙ্খচূড় ইমাম , অলঙকার: সঙগৃহীত