2,380 total views, 1 views today
আসলে ছবিটবি আঁকায় আমি নিয়মিত না। শুরুটা একটা ক্ষোভের মধ্য দিয়েই। এ গল্পটা না হয় আজ নাই বললাম। শুরুটা চলতি বছরের মাঝামাঝি সময়ে। শুরু করার পর টুকিটাকি আঁকি। তবে তা কি হয় বা না হয়, এসব ভাবি না কিংবা চিন্তা করি না। যা হয় হোক। একটা কিছু তো হয়! এখানে বেশ কয়েকটি অলঙকার আপনাদের সঙ্গে শেয়ার করলাম
ব্যক্তিগত ক্ষরণ
নগরের কালো সময় মৌনতার বদ্ধতা শিকার অকবিতার পশু পালন
Spread the love