2,502 total views, 1 views today
তখন সকাল শেষের দিকে—তুলাপু সড়ক ভেঙে হাঁটছিলো। তার চোখ একটা জারে গিয়ে লটকে যায়—যেখানে দুটো নীল মাছ পাখনা ও পুচ্ছ সমেত খাবি উগড়ে মানুষের দিকে ছুঁড়ে মারছিলো মিথ্যে আনন্দ। অবশ্য তুলাপু ওসব ভাবেনি। টাকা নেই বলে এ দিন তিনি নীল মাছ ছুঁতে পারেননি।
তুলাপু নিজেও দারুণ সড়ক—মায়ার নির্ঘাত পরিখা। এখন তিনি ঈদের ছুটিতে বাড়িতে আছেন।
পরের দিন ধার করা টাকা নিয়ে ফের সড়ক পেরিয়ে অই জারের কাছে, তখনও দোকানের ঝাঁপ ওঠেনি। তার মন হয়ে উঠলো চুপসে বেলুন! পরে কলেজের দিক চলে যান। ক্লাশ শেষে দোকানির কাছে ফিরে গিয়ে শুনতে পান একটি নীল মাছ একজন সৌখিন মানুষ সুখ উপলদ্ধির জন্য নিয়ে গেছেন। কি আর করা! বাকি মাছটি নিয়েই তুলাপু হোস্টেলে ফিরলেন এবঙ সবাই মাছটি নিয়ে খেলা করতে থাকলো।
নীল মাছটি ফাইটার ফিস। শুনেছি একাধিক পুরুষ ফাইটার ফিস এক সঙ্গে থাকলে তারা মারামারি করে মারা যায়! কিঙবা বেশ আহত হয়।
তুলাপু তার ফাইটার নিয়ে দিন মানছেন। নাম রেখেছেন ব্লু। পুরো নাম ব্লু ডেজ। ফুলের নামে নাম। ব্লু ডেজ ফুল তার বেশ প্রিয়। আমি অবশ্য নীল রঙ—সাড়ে তিন হাত সাপ ভাবি।
একদিন ঘুম ভাঙার পর তুলাপু দেখতে পান তার ব্লু ডেজ নড়ছে না! তখন তার চোখের চারদিকে শিশু রঙ ছড়িয়ে পড়ে। অবশ্য একদিন এ গল্প শুনতে গিয়ে তাকে বলেছিলাম, আমি সাড়ে তিন হাত সাপ হতে চাই—
বিষয়: গল্প
নাম: বাসনার প্রস্থ
লেখক: শঙ্খচূড় ইমাম